নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলে সোমবার শরণার্থীদের মাঝে খাদ্য ও অর্থ বিতরণকালে পদপিষ্ট হয়ে ১৫ নারী ও পাঁচ শিশুর প্রাণহানি ঘটেছে। আঞ্চলিক গভর্নর একথা জানান। নাইজারের প্রধান শহর দিফার যুব ও সাংস্কৃতিক কেন্দ্রে মর্মান্তিক এ ঘটনা ঘটে। সেখানে আড়াই লাখের বেশি শরণার্থী ও গৃহহীন লোক রয়েছে। হাসপতালে আহতদের দেখার পর দিফার আঞ্চলিক গভর্ণর ইসা লামিন বলেন, অত্যন্ত মর্মান্তিক এই ঘটনায় দুভাগ্যজনকভাবে ১৫ নারী ও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। ত্রাণ কর্মীরা মৃত্যুর এ সংখ্যা নিশ্চিত করেছে। তারা আরো জানিয়েছে, এ ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছে। ২০১৫ সাল থেকে নাইজারের বোকো হারাম জিহাদি গ্রুপ এ অঞ্চলে বারবার হামলা চালিয়ে আসছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান