নাইজারে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। পশ্চিম আফ্রিকার এ দেশ স্বাভাবিকভাবে খরাপীড়িত হলেও গত জুন থেকে দেশটি এ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে। শনিবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। জাতীয় টেলিভিশনে পরিবেশিত এক বিবৃতিতে বলা হয়, নাইজারের মন্ত্রিপরিষদ জানায়, এদের মধ্যে ৩২ জন তাদের ভবন ধসে পড়ায় এবং অপর ৩২ জন বন্যার পানিতে ডুবে মারা গেছে। ওই বিবৃতিতে আরো বলা হয়, বন্যা ও ভূমিধসে প্রায় ৭০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এ দুর্যোগে পাঁচ হাজারের বেশি ঘরবাড়ি ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। নাইজারের দক্ষিণাঞ্চলীয় মারাদি, সাহারা মরুভূমি অঞ্চলের আগাদেজ ও রাজধানী নিয়ামিতে এ প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বন্যার কারণে কলেরা ছড়িয়ে পড়ছে এবং এ পর্যন্ত কলেরায় ১৬ জন প্রাণ হারিয়েছে। নাইজারে সাধারনত তিন থেকে চার মাস বর্ষাকাল থাকে। আর এটি জুন মাস থেকে শুরু হয়ে আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত বজায় থাকতে দেখা যায়। তবে বিগত কয়েক বছর ধরে নাইজারে বিশেষকরে দেশটির উত্তরাঞ্চলীয় মরু এলাকায় বন্যা ভয়াবহ রূপ ধারণ করতে দেখা যাচ্ছে।