নাইজারের ন্যাশনাল এ্যাসেম্বলির প্রেসিডেন্ট সেইনি ওমারুর বাড়িতে এক মেশিনগান হামলায় তার এক দেহরক্ষী নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। কর্তৃপক্ষ শনিবার এ কথা জানায়।
ওমারুর উপদেষ্টা ওসেনি সালাতু সাংবাদিকদের বলেন, মটরবাইক আরোহী দুই ব্যক্তি শুক্রবার ও শনিবার রাতভর এই হামলা চালায়।
তিনি বলেন, হামলায় ওমারুর এক দেহরক্ষী নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছে।
শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রনালয় হামলার ঘটনা নিশ্চিত করে বলেছে, হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার আগে ভবনের সামনে পার্কিংয়ে থাকা একটি গাড়ী নিয়ে পালানোর ব্যর্থ চেষ্টা চালায়।
তারা আরো জানায়, কর্মকর্তারা এই হামলার তদন্ত শুরু করেছে। মুভমেন্ট ফর দ্য সোসাইটি অব ডেভলপমেন্ট প্রধান ওমারু ১৯৯৯ থেকে ২০১০ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন।