নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সেনা ক্যাম্পে বোকো হারাম জেহাদি গ্রুপ হামলা চালানোর পর সেনাবাহিনী ১০ সন্ত্রাসীকে হত্যা করেছে। খবর এএফপি’র।
নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার (১৯ জুলাই) রাত থেকে শুক্রবার (২০ জুলাই) পর্যন্ত বোকো হারামের সন্ত্রাসী গ্রুপ বারুয়া সেনা ক্যাম্পে হামলা চালায়।
প্রাথমিকভাবে হামলায় এক সেনা নিহত ও অপর দুই জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হামলায় বাকো হারামের ১০ সন্ত্রসী নিহত হয়েছে।
মন্ত্রণালয় জানায়, ওই এলাকায় নিরাপত্তা বাহিনী তল্লাশি চালাচ্ছে।
আজকের বাজার/একেএ