নাইজারে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা : হামলার পর নিরাপত্তা জোরদার

নাইজার সোমবার তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে এবং দেশটির পশ্চিমাঞ্চলীয় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। এ অঞ্চলে জিহাদিদের ভয়াবহ হামলায় ১শ’ গ্রামবাসী নিহত হয়। খবর এএফপি’র।
স্বরাষ্ট্রমন্ত্রী আলকাচা আলহাদা এএফপি’কে বলেন, ‘আমরা তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছি এবং নিরাপত্তার বিষয়ে আমরা মালি সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি জোরদার করছি।’
তিনি আরো জানান, দেশটিতে জাতিগত উত্তেজনা নিরসনে সরকার বিভিন্ন ‘ফোরাম’ গঠন করবে।
স্থানীয় মেয়র আলমোউ হাসানি রোববার এএফপি’কে বলেন, মোটরসাইকেলে করে আসা সন্ত্রাসীদের ভয়াবহ হামলায় তচমা বানগোউ গ্রামে ৭০ জন এবং জারুমাদারিয়া গ্রামে ৩০ জন প্রাণ হারায়।