মালির উত্তরপূর্বাঞ্চলে নাইজার সীমান্তের কাছে এক অতর্কিত হামলায় ১ সৈন্য নিহত ও অপর ২ জন আহত হয়েছে। তাদের গাড়িবহর লক্ষ করে এসব হামলা চালানো হয়। মিলানের সশস্ত্র বাহিনী মঙ্গলবার এ কথা জানায়। খবর এএফপি’র।
এক বিবৃতিতে জানানো হয়,ওই সৈন্যরা ছিল লাবেজাঙ্গা সীমান্ত চৌকির ‘লজিস্টিকাল এসকোর্ট মিশনের’ একটি অংশ। এতে আরো বলা হয় এতে পাঁচ সšা¿সী নিহত হয়।
গত ১১ জুলাই নাইজার সীমান্তের কাছে মেনাকা শহরের উত্তরপূর্বাঞ্চলে বন্দুকধারিদের দুইটি হামলায় ৭ বেসামারিক নাগরিক নিহত হওয়ার পর এ ঘটনা ঘটলে।