নাইজেরিয়ায় আধাসামরিক সংস্থার তিন সদস্যসহ পাঁচজন সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য ইমোতে অজ্ঞাতনামা বন্দুকধারীদের গলিবর্ষণে নিহত হয়েছে। স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে।
ইমোর পুলিশের মুখপাত্র হেনরি ওকোয়ে বলেছেন, নাইজেরিয়ান সিকিউরিটি অ্যান্ড সিভিল ডিফেন্স এর কর্মীরা একটি গাড়িতে ওঠার সময় বন্দুকধারীরা অতর্কিত হামলা চালিয়ে আধাসামরিক সংস্থার ৩ সদস্যের পাশাপাশি ওবিয়াংউ সম্প্রদায়ের দুই বেসামরিক নাগরিককে হত্যা করে।
এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে উল্লেখ করে মুখপাত্র বলেছেন, পুলিশ অপারেটিভরা ঘটনাস্থলের পথে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা সিনহুয়াকে বলেছেন, সৈন্যরা এলাকার দখল নিয়েছে। কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি।
সাম্প্রতিক মাসগুলোতে নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে পুলিশ স্টেশন ও কারাগারে একের পর এক বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে।