নাইজেরিয়ার আবাসিক স্কুলের শতাধিক শিক্ষার্থী নিখোঁজ

ইন্টারনেট
নাইজেরিয়ার একটি আবাসিক স্কুলের শতাধিক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন দেশটির স্থানীয় প্রশাসন। উগ্রপন্থী সংগঠন বোকো হারামের হামলার পর ওই শিক্ষার্থীরা নিখোঁজ বলে তারা দাবি করছে।
সোমবার ইয়োব প্রদেশের দাপচি গ্রামে মেয়েদের স্কুলে বোকো হারাম হামলা চালায় বলে জানিয়েছে এলাকাবাসী।

গ্রামে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে তারা হামলা করে স্কুলটিতে। স্থানীয়দের আশঙ্কা মেয়েদের অপহরণের উদ্দেশ্যেই স্কুলে হানা দিয়েছিল সংগঠনটি।

হামলার আগে কিছু শিক্ষার্থী পালিয়ে যেতে সক্ষম হলেও অনেকেই স্কুলটিতে আটকা পড়েছিল বলে জানায় নিখোঁজ শিক্ষার্থীদের স্বজনরা।

এদিকে হামলার পরদিন অনেক শিক্ষার্থীই স্কুলে উপস্থিত ছিল না বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

আরএম/