নাইজেরিয়ার সন্ত্রাসীগোষ্ঠী ‘বোকো হারাম’ থেকে ১৮৩ শিশু উদ্ধার

নাইজেরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী ‘বোকো হারাম’ থেকে ১৮৩ জন শিশুকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। উদ্ধার হওয়া শিশুদের বয়স ৭ থেকে ১৮ বছরের মধ্যে। খবর সিএনএন’র।

এসব শিশুদের প্রত্যেকে বোকো হারামের ‘পদাতিক সেনা’ হিসেবে কাজ করতো।

উদ্ধারকৃত শিশুদের জাতিসংঘ ও নাইজেরিয়ান সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাইজেরিয়ার এক সেনা মুখপাত্র জন আজিম আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, বোকো হারামের জঙ্গিরা এসব শিশুদের তাদের বিভিন্ন জঙ্গি কাজে পাঠাতো। পদাতিক সেনা হিসেবে ব্যবহৃত হতো শিশুরা। উদ্ধারকৃত শিশুদের পরিবারে পাঠানোর আগে পুনর্বাসনে পাঠাতে হবে।

ইউনিসেফের নাইজেরিয়ার এক নারী মুখপাত্র জানান, উদ্ধার হওয়া ১৮৩ শিশুর মধ্যে ৮জন মেয়ে এবং ১৭৫ জন ছেলে। এসব শিশুদেরকে শিশু হিসেবে দেখুন। দ্রুত তাদের পুনর্বাসন ও মানসিক চিকিৎসা দেওয়া হবে।

আজকের বাজার/একেএ