নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আদমাওয়া প্রদেশের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। মঙ্গলবার ২১ নভেম্বর ভোর রাতে এ হামলায় আহত হয়েছেন আরো অনেকেই।
আদমাওয়া পুলিশের মুখপাত্র ওথমান আবু বকর বার্তাসংস্থা এএফপিকে জানান, মুবির মসজিদে হামলায় এখন পর্যন্ত ৫০ জনের প্রাণহানি ঘটেছে।
নাইজেরিয়ান পুলিশ ধারণা করছে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এ হামলার সঙ্গে জড়িত। তবে এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি’র খবরে এ তথ্য জানা গেছে।
বিবিসি জানিয়েছে, মসজিদে বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে এক আত্মঘাতী হামলাকারী। মুবি শহরের উনগুয়ার শুওয়া এলাকার মদিনা মসজিদে মঙ্গলবার ফজরের নামাজের সময় এ হামলা হয়েছে। ইয়োলা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে ওই মসজিদের অবস্থান।
মসজিদে নামাজ পড়তে আসা লোকজনের ওপর হামলাকারী ব্যক্তি ছিলেন আত্মঘাতী। ফজরের নামাজ পড়ার জন্য অন্যান্যদের সঙ্গে তিনিও মসজিদে প্রবেশ করেছিলেন। নামাজ শুরুর পরপরই বিস্ফোরণ ঘটানো হয়।
বিবিসির ইসহাক খালিদের প্রতিবেদনে জানা যায়, বোকো হারাম জঙ্গিরা সম্প্রতি নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের পূর্ব নিয়ন্ত্রিত প্রদেশে আত্মঘাতী হামলা চালাচ্ছে।
বোকো হারামের আট বছরের বিদ্রোহে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষের প্রানহানি ঘটে। গত বছরের ডিসেম্বরে এই প্রদেশে প্রায় ৪৫ জনের প্রানহানির ঘটে। ব্যস্ততম একটি মার্কেটে দুইজন আত্মঘাতী নারী ওই হামলা চালায়।
আজকের বাজার: আরআর/ ২১ নভেম্বর ২০১৭