নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১৮

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরুতে তিন আত্মঘাতীর হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২২ জন। তবে এ হামলার দায় কোনো পক্ষ এখনো স্বীকার করেনি। খবর রয়টার্স।

শনিবার দেশটির পুলিশ কমিশনার হামলার তথ্য নিশ্চিত করেছেন।

বোর্নো রাজ্যের পুলিশ কমিশনার দামিয়ান চুকু জানিয়েছেন, মাইদুগুরু শহরের কেন্দ্র থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে একটি মাছের বাজারে শুক্রবার রাত ৮টার দিকে এ হামলা চালানো হয়। হামলাকারী তিন আত্মঘাতীর সবাই মারা গেছে এবং এ হামলায় ১৮ জন সাধারণ মানুষ নিহত ও ২২ জন আহত হয়েছেন।

তবে এ হামলার দায় কোনো পক্ষ এখনো স্বীকার করেনি। এ রকম জনাকীর্ণ এলাকায় হরহামেশা হামলা চালিয়ে থাকে বোকো হারাম। ২০০৯ সাল থেকে তাদের হামলায় এ পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রায় ২০ লাখ লোক ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে।

আজকের বাজার : আরএম/১৭ ফেব্রুয়ারি ২০১৮