নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একটি গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছে।
উত্তরাঞ্চলীয় নাসারাওয়া রাজ্যে এ ঘ্টনায় আরও শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির জরুরি বস্থাপনা সংস্থার (এসইএমএ) কর্মকর্তারা।
রয়টার্স জানিয়েছে, নাইজেরিয়ার এসইএমএ কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাজধানী আবুজার সঙ্গে দেশের উত্তরা ও দক্ষিণাঞ্চলকে সংযোগকারী লাফিয়া-মাকুরদি সড়কের একটি পেট্রল পাম্পে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায়।
এসইএমএ-র ভারপ্রাপ্ত পরিচালক উসমান আহমেদ এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছেন, ওই ট্যাঙ্কার থেকে গ্যাস খালাস করার সময় সেটি বিস্ফোরিত হয়। এতে ৩৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছে।
প্রসঙ্গত, নাইজেরিয়ার ত্রুটিপূর্ণ সড়ক এবং নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ বছরের জুনের শেষ দিকে দেশটির দক্ষিণ-পশ্চিমে মহাসড়কে একটি গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে নয়জন নিহত এবং অনেকে আহত হন। ওই ঘটনায় অর্ধশতাধিক গাড়িও ভষ্মীভূত হয়।
আজকের বাজার/এমএইচ