নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলীয় ব্রুনো রাজ্যে সামরিক বহরে আইএস অনুগত সন্দেহভাজন জিহাদিদের হামলায় কমপক্ষে এক সৈন্য নিহত ও অপর তিনজন আহত হয়েছে। নিরাপত্তা সূত্র একথা জানায়। খবর এএফপি’র।
সামরিক বাহিনীর এক কর্মকর্তা এএফপি’কে বলেন, নাইজেরিয়ার সেনা প্রধান লে: জেনারেল তুকুর বুরাতাইয়ের পারিবারিক বাসভবনের কাছের কামুয়া গ্রামে ওই সামরিক বহরে শুক্রবার হামলা চালানো জঙ্গিরা ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের বলে ধারণা করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই সামরিক কর্মকর্তা বলেন, ‘স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে কামুয়া গ্রামের কাছে সন্ত্রাসীরা ওই সামরিক বহরে হামলা চালায়। এতে এক সৈন্য নিহত ও অপর তিনজন আহত হয়।’
নিরাপত্তা নজরদারি করার জন্য গঠিত কমিটির সদস্য মুস্তফা করিমবে জানান, এসময় জঙ্গিরা সামরিক বাহিনীর একটি ট্রাক পুড়িয়ে দেয়। তিনি হতাহতের খবর নিশ্চিত করেছেন।