নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলের প্রত্যন্ত একটি গ্রামে ডাকাত দলের হামলায় কমপক্ষে ২৩ সৈন্য নিহত হয়েছে। রোববার নিরাপত্তা সূত্র এ কথা জানায়। খবর এএফপি’র।
নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, শনিবার কাতসিনা রাজ্যের জিবিয়া জেলার বনাঞ্চলের ভেতর দিয়ে যাওয়ার সময় সংঘবদ্ধ ডাকাত দল এসব সৈন্যের ওপর বেপরোয়া গুলি চালালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সূত্র আরো জানায়, ২৩ সৈন্যের লাশ উদ্ধার করা হলেও এ ঘটনায় এখনো কয়েকজন নিখোঁজ রয়েছে।