নাইজেরিয়ার বাণিজ্যিক এলাকা লাগোসে তেলের পাইপ লাইন বিষ্ফোরণে চার জন প্রাণ হারিয়েছে। আবুলি-এগবা এলাকায় রোববার সন্ধ্যার এ দুর্ঘটনায় বেশ কটি দোকান ও যানবাহনও পুড়ে গেছে। চোরেরা পাইপলাইন ভেঙে পেট্রোল চুরি করতে গেলে এ বিস্ফোরণ ঘটে।
জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ)-এর আঞ্চলিক সমন্বয়ক ইব্রাহীম ফারিনলুয়ি এএফপি’কে বলেন,‘আমরা ঘটনাস্থল থেকে ভোর ৪ টার দিকে দুই পুরুষ, এক নারী ও তার সন্তানসহ চারজনের মৃতদেহ উদ্ধার করি।’ তিনি বলেন ‘বেশ কিছু সংখ্যক ভবন, দোকান ও যানবাহন এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তিনি আরো বলেন, দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নেভানোর আগে সেখানে ঘন ধোঁয়ার কুন্ডলী সৃষ্টি হয়। লাগোসের রাষ্ট্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা ঘটনাটি নিশ্চিত করেছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান