নাইজেরিয়ার সরকার কর্তৃক নিষিদ্ধঘোষিত শিয়া মুসলিম গোষ্ঠী বলেছে, তাদের মিছিলে পুলিশের চালানো গুলিতে ১৫ জন নিহত হয়েছেন।
নাইজেরিয়ার ইসলামিক আন্দোলনের মুখপাত্র ইব্রাহিম মূসা বলেন, পবিত্র আশুরা পালন উপলক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় বের করা মিছিলে নিরাপত্তা কর্মীদের ছোড়া টিয়ার গ্যাস ও গোলাবারুদ নিক্ষেপ করলে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।
তাৎক্ষণিকভাবে পুলিশের মুখপাত্র ফ্রান্ক এমবাহর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে, সপ্তাহের শুরুতে নাইজেরিয়ার পুলিশ এক সর্তকবার্তায় শিয়া গ্রুপের সকল ধরনের জমায়েতকে অবৈধ হিসেবে ঘোষণা করে। সেই সাথে তাদের যে কোনো ধরনের জমায়েতকে সন্ত্রাসী কার্যক্রমের আওতাভুক্ত হবে বলে ঘোষণা করা হয়।
গত জুলাই মাসে, শিয়া গ্রুপ নেতার মুক্তির দাবিতে শিয়া ধর্ম পালনকারীদের চলমান প্রতিবাদের প্রেক্ষিতে তাদেরকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করে নাইজেরিয়া সরকার।
আজকের বাজার/লুৎফর রহমান