নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় কাটসিনা প্রদেশে সোমবার বন্দুকধারীদের হামলায় ১৫ কৃষক নিহত হয়েছে। পুলিশ জানায়, দুর্গম এই অঞ্চলে গবাদিপশু চুরির প্রেক্ষিতে সর্বশেষ এই সহিংসতার ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র গামবো ইসহা এএফপিকে বলেন, রাজধানী ক্রিস্টিনা থেকে ২৫ কিলোমিটার (১৫ মাইল) দূরে প্রায় ২শ’ বন্দুকধারী মোটর সাইকেলে করে এসে ইয়ারগামাজি গ্রামের কৃষকদের ঘেরাও করে গুলি চালায়।
ইসহা জানান, গবাদিপশু লুন্ঠনকালে বন্দুকধারী দস্যুদের হামলায় নিহত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় অধিবাসীরা বলেছেন, স্থানীয় সময় (গ্রীনিচ মান সময় ১০০০) সকাল ১১ টায় হামলাকারীরা এখানে পৌঁছে গ্রামের বাইরে কৃষকদের মাঠে দাঁড় করে গুলি চালিয়ে হত্যা করে। গত মাসে ডাকাতরা একইভাবে ৫৭ জনকে হত্যা করেছে।