নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে বন্ধুকযুদ্ধে বোকো হারামের অন্তত ১৯ জঙ্গি নিহত হয়েছে।
বুধবার নিরাপত্তা সূত্র এ খবর নিশ্চিত করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র আরো জানিয়েছে, বর্নোর কালা বালগে শহরের রানে মঙ্গলবার বন্দুকযুদ্ধকালে বোকো হারাম গ্রুপের বন্দুক বহনকারী ৫টি ট্রাকও ধ্বংস করা হয়েছে।
বোকো হারাম জঙ্গিরা বন্দুক বহনকারী ৮টি ট্রাক চালিয়ে রান শহরের সেনা ঘাঁটিতে হামলার উদ্যোগ নিয়েছিল।
তাদের হামলার উদ্যোগ সেনাবাহিনী নস্যাৎ করে দিয়েছে। সেনাবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে তীব্র স্থল ও বিমান হামলা চালিয়েছে। এ সময়ে পালাতে থাকা ১৯ জঙ্গি প্রাণ হারিয়েছে।