নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে একটি প্রধান সড়কে ইসলামপন্থী যোদ্ধাদের আকস্মিক হামলায় ২৩ জন সৈন্য নিহত হয়েছে। নিরাপত্তা সূত্রগুলো বুধবার এ কথা জানায়।
দু’টি সূত্র এএফপিকে জানায়, আঞ্চলিক রাজধানী মাইদুগুরি থেকে ৪০ কিলোমিটার দূরে ইসলামি স্টেট গ্রুপের সঙ্গে যুক্ত জেহাদিরা মঙ্গলবার সৈন্যদের ওপর এ হামলা চালায়।
প্রথম সূত্র জানায়, “গতকাল মাইদুগুরি-দামবোয়া সড়কের বুলাবুলিন গ্রামে একটি সামরিক কনভয়ের ওপর জঙ্গিরা আকস্মিক হামলা চালায়।” এই হামলায় “২৩ জন সৈন্য মারা গেছে, ২ জন আহত এবং অজ্ঞাতসংখ্যক নিখোঁজ রয়েছে।”
দ্বিতীয় সূত্র জানায়, “সামরিক কনভয় মাইদুগুরি ফেরার পথে হামলার শিকার হয়।”
সেনারা পাল্টা হামলা চালিয়ে আক্রমনকারীদের প্রতিহত করে তবে এ হামলায় তাদের ২৩ জন প্রাণ হারায়।
সূত্র জানায়, নিখোঁজ সৈন্যদের অনুসন্ধান অভিযান চলছে। উভয় সূত্রই মিডিয়ায় নাম প্রকাশে সম্মত হয়নি।
নাইজরিয়ার সেনাবাহিনী হামলার কথা স্বীকার করেছে তবে তারা বলেছে হামলায় ২ সৈন্য নিহত এবং ৪ জন আহত হয়েছে। অপরদিকে সেনাদের পাল্টা হামলায় ১৭ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দশকব্যাপী লড়াইয়ে ৩৬ হাজার লোকের মৃতু হয়েছে এবং উদ্বাস্তু হয়েছে ২০ লাখ লোক ।