ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বলেছে, হংকংয়ের পতাকাবাহী একটি জাহাজের ভারতীয় ১৮ নাবিককে নাইজেরিয়া উপকূলে জলদস্যুরা অপহরণ করেছে। মন্ত্রণালয় সূত্র বলেছে, অপহৃত ভারতীয়দের হদিস জানতে তারা নাইজেরিয়ান কর্তৃপক্ষ এবং নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করছেন।
মন্ত্রণালয় মুখপাত্র রাভিশ কুমার এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন,নাইজেরিয়ায় আমাদের মিশন বিষয়টি নিয়ে নাইজেরিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।আমরা আরো কোন তথ্য পেলে আপনাদের জানাবো। মন্ত্রণালয়ের অপর এক কর্মকর্তা সিনহুয়াকে জানান,নাইজেরিয়ায় আমাদের মিশন এমটি নেইভ কন্সটেলেশন অফ বনি জাহাজের অপহৃত ভারতীয় নাবিকদের বিষয়টি নিয়ে নাইজেরিয়ান সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান