নাইজেরিয়া সোমবার বলেছে, করোনাভাইরাস সংক্রমনের ব্যাপক সন্ভাবনা সত্ত্বেও শিক্ষার্থীদের স্কুলে ফিরে পরীক্ষায় অংশ নিতে এবং দেশের অভ্যন্তরে ভ্রমণের অনুমোদন দিয়েছে।
প্রেসিডেন্টসিয়াল টাস্ক ফোর্সের প্রধান সানি আলিউ স্কুলগুলো নিরাপদ উল্লেখ করে এ গুলোখুলে দিতে এবং গ্রাজুয়েট শিক্ষার্থীদের ক্লাসে যোগ দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে বলেছেন।
আলিউ বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে চলাচল নিষেধাজ্ঞা জুলাই থেকে তুলে নেয়া শুরু হবে।
আফ্রিকার ঘনবসতিপূর্ণ এই দেশটিতে করোনার সংক্রমন অব্যাহত রয়েছে, এখানে এ পর্যন্ত ২৪ হাজার ৫৬৭ জন আক্রান্ত এবং ৫৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যেই তারা এই সর্বশেষ উদ্যোগ নিতে যাচ্ছে।
তিনি বলেন, জনগণের বিভিন্ন অংশকে সংক্রমন থেকে রক্ষায় এবং করোনা মোকবেলায় আমাদের গৃহীত পদক্ষেপ সঙ্গে এই সিদ্ধান্ত অসঙ্গতিপূর্ণ নয়।