নারায়ণগঞ্জ জেলা পুলিশের ৪৮ সদস্যকে রদবদল করা হয়েছে। নতুন পুলিশ সুপার জায়েদুল আলমের যোগদানের এক সপ্তাহের মাথায় এ পদক্ষেপ নেয়া হলো।
জায়েদুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার এ বদলির আদেশ দেয়া হয়। জেলার সাত থানার মধ্যে সোনারগাঁ ও রূপগঞ্জে ১৪ জন করে, ফতুল্লা ও আড়াইহাজারে সাতজন করে এবং সিদ্ধিরগঞ্জে এক, সদরে দুই ও বন্দরে তিনজনকে বদলির আদেশ দেয়া হয়েছে।
পুলিশ সুপার বলেন,‘প্রয়োজনের তুলনায় কিছু থানায় অতিরিক্ত কর্মকর্তা রয়েছেন, কিন্তু সে তুলনায় ডিবি ও ডিএসবিতে লোক সংকট। তাই থানা থেকে লোক সরিয়ে এনে যেখানে সংকট রয়েছে সেখানকার ঘাটতি পূরণ করা হয়েছে।’যাদের বদলি করা হয়েছে তাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং এ পদক্ষেপ পুলিশের চলমান প্রক্রিয়া বলে উল্লেখ করেন তিনি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান