নাগরিকত্বের শর্ত শিথিল করছে কানাডা

স্থায়ীভাবে বসবাসের প্রক্রিয়া সহজ করছে কানাডা সরকার। ২০২০ সালের মধ্যে দেশটি বছরে ১০ লাখ দক্ষঅদক্ষ শ্রমিক নেবে বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন মন্ত্রী আহমেদ হোসাইন।স্কিলড, ট্রেড স্কিলডসহ অন্যান্য ক্যাটাগরিতে সুযোগ সৃষ্টি হয়েছে তারা কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন

সিআরএস পয়েন্টের নিম্নমুখী স্কোরের প্রবণতা দেখে ধারণা করা হচ্ছে, চলতি বছর সবচেয়ে কম পয়েন্ট দিয়েও কানাডায় অভিবাসন মর্যাদা পাওয়া যাবে। আর কারণেই চলতি বছর ঘন ঘন লটারির সম্ভাবনা রয়েছে বলে অভিবাসনসংশ্নিষ্টরা মনে করছেন। অভিবাসন আইনজীবীরা বলেছেন, সঠিকভাবে আবেদন করতে পারলে বিপুলসংখ্যক বাংলাদেশিও কানাডায় নাগরিকত্ব পাবেন। এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামে আবেদন করতে হবে। তবে সবার আগে জানতে হবে, কানাডায় নাগরিকত্ব  পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা আছে কিনা। 

দেশটি সবসময়ইআগে আসলে আগে পাবেনভিত্তিতে অভিবাসনের কার্যক্রম পরিচালনা করে। বিল সি অনুযায়ী, কানাডার নাগরিকত্বের আবেদন করতে পাঁচ বছরের মধ্যে অন্তত তিন বছর বসবাস করতে হবে। আগে তা ছিল ছয় বছরের মধ্যে চার বছর। ছাড়া কানাডায় যারা অস্থায়ী মর্যাদায় তথা ওয়ার্ক অথবা স্টাডি পারমিটে ছিলেন, তারাও কানাডায় বসবাসের সময়টুকু তিন বছর মেয়াদের একটি অংশ হিসেবে গণনা করতে সক্ষম হবেনসূত্র এনআরবি নিউজ

আজকের বাজার:এসএস/৫ফেব্রুয়ারি ২০১৮