সোমবার রাত ১২টায় ভারতের সংসদে পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। এই বিল পাস হওয়ার পরেই সমালোচনা মুখর হয়েছে আমেরিকার ফেডেরাল কমিশন। এই বিলকে ‘ভুল পথে এক বিপদজনক মোড়’ বলে উল্লেখ করেছে তাঁরা।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও জানিয়েছে মার্কিন ফেডারেল কমিশন। এই বিল প্রসঙ্গে কমিশন জানায়, ভারতের বহুত্ববাদের সমৃদ্ধ ইতিহাসকে লঙ্ঘিত করবে এই বিল। এরফলে ভারতের ধর্মীয় বৈচিত্র্যতাও ক্ষুণ্ণ হবে বলে মনে করছে ওয়াশিংটন। বিল পাস হওয়ার পরেই মার্কিন ফেডেরাল কমিশনের দফতর থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘যদি লোকসভা এবং রাজ্যসভা দুই কক্ষেই এই বিল পাস হয়। তবে, অমিত শাহ এবং অন্যান্য নেতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আমেরিকা।
আজকের বাজার/লুৎফর রহমান