ভারতের নাগরিকত্ব বিল পেশ করার কথা ঘোষণার পর থেকেই আসামের মানুষ গত কয়েকদিন ধরে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করছেন।
আসামের শক্তিশালী ছাত্র ইউনিয়নগুলোর ডাকে গতকাল সোমবার গুয়াহাটিতে ১২ ঘন্টার ধর্মঘট পালিত হলো। আজ মঙ্গলবারও ১১ ঘন্টা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং আর এক প্রভাবশালী মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল পুড়িয়েছে, নানা জায়গায় ভাঙচুর করেছে।
উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেও প্রতিবাদ বিক্ষোভ দেখানো হয়। বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনেকে মিলে সই করে সংসদ সদস্যদের কাছে চিঠি লিখে বলেছেন, দয়া করে এই বিল সমর্থন করবেন না। তা হলে ইতিহাস আপনাদের মনে রাখবে।
সারা বিশ্বের বিভিন্ন দেশে যে সব ভারতীয় বিদ্বজ্জন রয়েছেন, তাঁরাও সম্মিলিত ভাবে লেখা চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্কে এই বিল নিয়ে না এগোতে অনুরোধ করেছেন।
আজকের বাজার/লুৎফর রহমান