নাগরিক টিভির নতুন ধারাবাহিক ‘আমি তুমি সে’

ছবি ইন্টারনেট

র‌্যাম্প মডেল হয়ার স্বপ্ন নিয়ে গ্রামের আলো বাতাসে বেড়ে উঠেছেন শিরিন। বিজ্ঞাপনের ছবি দেখে একই রকম স্টাইলে নিজের কিছু ছব্ওি তোলে সে। আর এই ছবি নিয়েই কল্পনার জগতে ডুব দেন। র‌্যাম্প মডেল হবার স্বপ্নে বিভোর শিরিনের স্বপ্ন দীর্ঘস্থায়ী হয় না। অসুস্থ বাবার কাশির শব্দে তার কল্পনা ভেঙে যায়।

এমই এক গল্প নিয়ে এবার র্নিমিত হয়েছে নাগরিক টিভির ধারাবাহিক নাটক ‘আমি তুমি সে’। নাটকটি লিখেছেন ধ্রুবনীল আর পরিচালনায় মইনুল হাসান খোকন। আর নাটকটিতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, বাঁধন, নিলয়সহ অনেকে।

এ উপলক্ষে গত শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নাগরিক টিভির প্রধান পরিচালন কর্মকর্তা আবদুর নূর তুষার, হেড আব মার্কেটিং সজল সাহা, সিএসই দীপ আজাদ প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রধান পরিচালক বলেন, আমি তুমি সে অন্যান্য ধারাবাহিকগুলো থেকে ভিন্ন। এটি উচ্চাকাক্সক্ষী মানুষের গল্প নিয়ে সাজানো। এটি মার্চের প্রথম সপ্তাহ থেকে প্রচার হবে।

আজকের বাজার : আরজেড/ আরএম/১২ ফেব্রুয়ারি ২০১৮