ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্তবর্তী নাগর নদীতে নৌকা ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী এলাকার সামিরুদ্দিনের স্ত্রী মাজেদা বেগম (২৬) এবং আটঘরিয়া গ্রামের মৃত বুধু মুহাম্মদের মেয়ে রুবিনা বেগম (২৭)।
পারিবারিক সূত্রে জানা যায়, মাজেদা ও রুবিনা ঘাস কাটতে নৌকায় করে ভারতীয় সীমান্তবর্তী নাগর নদী পার হচ্ছিলেন। নদীর পানি বেড়ে যাওয়ার কারণে নৌকা ডুবে যায়। কিছুক্ষণ পর নদীর পাড়ে মাজেদার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা তাদের পরিবারকে জানায়। পরে আধা কিলোমিটার দূরে রুবিনার লাশ খুঁজে পায় এলাকাবাসী।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওরঙ্গজেব নাগর নদীতে ডুবে দুই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,‘পানিতে ডুবে দুজন মারা যাওয়ার খবর পেয়েই আমরা লাশ উদ্ধারের জন্য টিম পাঠিয়েছি। এই ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি।’ খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান