জেলার নাঙ্গলকোটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ড্রেজার মেশিন ও তিনটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলার জোড্ডা পূর্বও পশ্চিম ইউনিয়নে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারুয়া গ্রামে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণের দায়ে মেশিনটি জব্দ করা হয়েছে। অন্যদিকে জোড্ডা পুর্ব ইউনিয়নের শ্রীহাস্য বাজার এলাকায় ট্রাক্টর দিয়ে মাটি পারাপারের সময় তিনটি ট্রাক্টর জব্দ করা হয়। এসময় তিন ট্রাক্টর ড্রাইভারের ৬ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস বাসসকে বলেন, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এ অভিযান পরিচালনা করি।