কুমিল্লার নাঙ্গলকোটে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
শনিবার (৭ জুলাই) উপজেলার মৌকারা ইউনিয়নের আলিয়ারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোস্তফা কামাল বাবলু (২৪)। বাবলু ওই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় আলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, শনিবার সকালে মোস্তফা কামাল বাবলু পাশের মৌকারা গ্রামের হারেছ মিয়ার বাড়িতে ফ্রিজ মেরামত করতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বিকালে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
আজকের বাজার/একেএ