নাচের ভিডিও অনলাইনে প্রকাশের অভিযোগে ইরানে ১৯ বছর বয়সী এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
মায়েদেহ হোজাবরি ইরানি এবং ওয়েস্টার্ন পপ মিউজিকের সাথে নাচতো। এদিকে সোশ্যাল মিডিয়াতে এই মিজ হোজাবরিকে সমর্থন জানিয়ে অনেকে ভিডিও এবং বার্তা শেয়ার করছেন।
সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সট্রাগ্রামে মায়েদেহ হোজাবরি নামের এই মেয়েটির হাজার হাজার ফলোয়ার রয়েছে।
মিজ হোজাবরির নাচের ভিডিও দেখা যাচ্ছে তিনি বাসায় নাচ করছেন তবে ইরানের আইনে অনুযায়ী নারীদের মাথায় বাধ্যতামূলক মাথায় স্কার্ফ পরার যে নিয়ম আছে তা তিনি করেননি। এদিকে নাচের ভিডিও প্রকাশ করার দায়ে গত কয়েক সপ্তাহে আরো কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে ।
আজকের বাজার/আরআইএস