নাজিবের আইনি পরামর্শকের পদত্যাগ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের আইনি পরামর্শক এম পুরাভালেন ও কৌঁসুলি মোহাম্মদ ইউসুফ জায়নাল আবেদিন পদত্যাগ করেছেন।

দ্বিতীয়বারের মতো সাবেক এ প্রধানমন্ত্রীর আইনি পরামর্শকরা তার হয়ে লড়তে অস্বীকার করলেন। এর আগে গত ২১ মে আইনজীবী হার্পাল সিং গ্রেওয়াল ও এম আথিমুলনা নিজেদের নাজিবের আইনি পরামর্শকের দল থেকে সরিয়ে নেন।

আইনজীবী এম পুরাভালেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পারস্পরিক সমঝোতার মাধ্যমে আমরা এ সিদ্ধান্তে এসেছি।

গত ২৫ বছর ধরে আইন ব্যবসা করে আসা পুরাভালেন বলেন, এটি এক ধরনের সৌহার্দপূর্ণ বিচ্ছিন্নতা। এর বেশি কিছু তিনি বলতে রাজি হননি।

আরেক আইনজীবী মোহাম্মদ ইউসুফ বলেন, গত রাতে আমি ঘুমাতে পারিনি। আজ আমাকে ঘুমাতে হবে।

গত মাসে দেশটির চতুর্দশ নির্বাচনে পরাজয়ের মধ্য দিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছেন নাজিব রাজাক। দুর্নীতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে গত ২২ মে তিনি মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন।

আরজেড/