নাজিব রাজাকের ২৭ কোটি ডলারের জিনিসপত্র জব্দ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বাড়ি থেকে প্রায় ২৭ কোটি ৩০ লাখ ডলার দামের অলংকার ও নগদ টাকা পাওয়া গেছে। এসব জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে দেশটির পুলিশ। খবর বিবিসি’র।

দেশটির রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবি’র দুর্নীতির তদন্তের অংশ হিসেবে এগুলো পাওয়া যায়।

এতে রয়েছে ১৬ লাখ ডলার দামের স্বর্ণ ও হীরার নেকলেস, ১৪টি টিয়ারা এবং ২৭২টি হারমিস ব্যাগ। নাজিবের ওই বিনিয়োগ তহবিলের শত শত কোটি ডলারের কোন হদিশ পাওয়া যাচ্ছে না। গত মে মাসে নির্বাচনে পরাজয়ের পর থেকেই তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে।

পুলিশ বলছে, মালয়েশিয়ার ইতিহাসে একবারে এত বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী কখনো বাজেয়াপ্ত হয়নি। এসব সামগ্রীর মধ্যে সবচেয়ে বেশি ছিল অলংকার। সবচেয়ে দামী অলংকারটি ছিল ১৬ লাখ ডলার দামের একটি নেকলেস।

আজকের বাজার/একেএ