নাটকে তারিক আনামের সঙ্গে অপি

আসছে কোরবানির ঈদের জন্য নির্মিত একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারিক আনাম খান ও অপি করিম। নাট্যনির্মাতা সাগর জাহানের ‘মাধবীলতা’ সিরিজের নতুন কিস্তি ‘মাধবীলতা চোখের পানি জমায়’ নাটকে এ দু’জন শিল্পীকে একসঙ্গে দেখা যাবে।

মাধবীলতা সিরিজের আগের দুটি নাটক ‘এই শহর মাধবীলতার না’ ও ‘মাধবীলতা গ্রহ আর না’-তেও নাম ভূমিকায় অভিনয় করেছেন অপি করিম। এবার তার সঙ্গে যুক্ত হলেন তারিক আনাম খান।

সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘সাগরের লেখা এবারের নাটকটির গল্প খুব আধুনিক। সমাজে নারীর আসলে কতটুকু অধিকার আছে তা দর্শক দেখতে পাবেন। অপি করিম নিঃসন্দেহে খুব ভালো একজন অভিনেত্রী। আমার মনে হয় এ নাটকটি দর্শক যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে তা দর্শকের মধ্যে অন্যরকম সাড়া ফেলবে।’

অপি করিম বলেন, ‘এ নাটকে অভিনয়ের সময় তারিক আনাম ভাই আমাকে শিখিয়ে দিয়েছেন, সহযোগিতা করেছেন। সত্যিই, এবারের স্ক্রিপটি একটু কঠিনই ছিল। যে কারণে আমি ভয়ে ভয়ে অভিনয় করেছি। বাকিটা জানি না কী হবে।’

নির্মাতা জানান, কোরবানির ঈদে নাটকটি প্রচার করা হবে।

এসএম/