জেলার নলডাঙ্গা উপজেলায় বন্যার্ত মানুষের মাঝে আজ দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ত্রাণ পৌঁছে দেয়া হয়েছে।
আজ শনিবার বিকালে উপজেলার নলডাঙ্গা পৌরসভার সোনাপাতিল এলাকায় এবং এরআগে মাধনগর এবং পিপরুল ইউনিয়নের পানিবন্দী আটশ’ পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
ত্রান বিতরণকালে নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল, নাটোর পৌসসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি উমা চৌধুরী জলি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ ছিলেন।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার ৩২০ হেক্টরের অধিক জমির ফসল বন্যার পানিতে ডুবে গেছে এবং ২৩৪টি পরিবার ২৬টি বন্যা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।