বাগাতিপাড়া উপজেলা ও নলডাঙ্গা থানায় পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গবার দুপুরে বাগাতিপাড়া উপজেলার আস্তিপাড়া গ্রামে রিয়াজ উদ্দিনের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের আরও তিনটি বাড়িতে ছড়িয়ে পড়ে।
পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই চারটি ঘর পুড়ে যায়।
আরেক ঘটনায়, একই সময় নলডাঙ্গা থানার বুড়িরভাগ এলাকায় লাগা আগুনে তায়েজ উদ্দিন ও বাবু নামে দুই কৃষকের ঘরবাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছেন নাটোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুর রাজ্জাক। সূত্র – ইউএনবি
আজকের বাজার / এ.এ