নাটোরে অজ্ঞাত যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার

নাটোরের গুরুদাসপুরে চলনবিল থেকে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ।

যুবকের পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি।

গুরুদাসপুর থানার ওসি তদন্ত আনারুল ইসলাম জানান, শুক্রবার রাতে গুরুদাসপুর উপজেলার চলনবিলের রুহাই গ্রামের তীরে একটি বস্তা পানিতে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে বস্তাটি তীরে উঠিয়ে তার ভেতর থেকে আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করে।

পুলিশের ধারণা, হত্যার পর লাশটি বস্তাবন্দী করে বিলের পানিতে ফেলে দেয়ায় অন্য কোথাও থেকে সেটি ভাসতে ভাসতে রুহাই গ্রামে চলে এসেছে।

আজকের বাজার/এমএইচ