নাটোরের নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যানের গঠিত আওয়ামী লীগের কমিটির বিভিন্ন পদে থাকা ৪৩ জন শুক্রবার পদত্যাগ করেছেন।
দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এ পদত্যাগের ঘোষণা দেন।
সংসদ সদস্য (এমপি) সমর্থিত নলডাঙ্গা আওয়ামী লীগের কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আখতার হোসেন বলেন, গত বছরের ৮ ডিসেম্বর সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। এতে রইস উদ্দিন রুবেলকে সভাপতি এবং তৌহিদুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক করা হয়।
এর কয়েকদিন পরে, নলডঙ্গা উপজেলার চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ নিজেকে সভাপতি ও আইয়ুব আলীকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের পাল্টা কমিটি ঘোষণা করেন বলে জানান তিনি।
শুক্রবারের সংবাদ সম্মেলন থেকে উপজেলা চেয়ারম্যান ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় এবং কমিটির বিভিন্ন পদে থাকা ৪৩ জন ওই কমিটি থেকে পদত্যাগ করেন।
পদত্যাগ করা নেতারা জানান, উপজেলা চেয়ারম্যান তাদেরকে না জানিয়েই কমিটিতে তাদের নাম অন্তর্ভুক্ত করেছিলেন।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের সাথে যোগাযোগ করার চেষ্ঠা করা হলেও তাকে পাওয়া যায়নি। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ