নাটোরে ইটবাহী ট্রলির ধাক্কায় মঙ্গলবার সকালে এক মোটরসাইকেল আরোহী নিহত ও নিহতের মা গুরুতর আহত হয়েছেন।
নিহত মুকুর আলী (৩৫) সদর উপজেলার রুয়েরভাগ গ্রামের বাসিন্দা। আহতের নাম মিনা বেগম।
নাটোর থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত মাহাতো জানান, সকালে কারখানা থেকে মাকে নিয়ে মোটরসাইকেলযোগে রুয়েরভাগ গ্রামের বাড়িতে ফিরছিলেন মুকুর আলী। পথে ইটবাহী ট্রলির ধাক্কায় ঘটনাস্থলে তিনি নিহত হন। এ সময় মিনা বেগম গুরুতর আহত হলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।