আনন্দ-বৈচিত্রের মাধ্যমে গুণগতমানের শিক্ষা নিশ্চিত করতে নাটোর সদর উপজেলার ১০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নিবিড় পরিচর্যা করছে উপজেলা প্রশাসন। মাল্টিমিডিয়া ক্লাস এবং কাব কার্যক্রমকে নিয়মিত করার পাশাপাশি প্রত্যেক বিদ্যালয়ে ল্যাংগুয়েজ ক্লাব এবং ডিবেটিং ক্লাব তৈরী করে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব কার্যক্রম নিয়মিত পরিদর্শন ও মনিটরিং করছেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকার শিক্ষার মানোন্নয়নে কার্যকর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরমধ্যে অবকাঠামো উন্নয়ন, বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছনো, শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান, প্রত্যেক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, বঙ্গবন্ধু কর্ণার ও পাঠাগার স্থাপন উল্লেখযোগ্য। সরকার প্রদত্ত এসব সুবিধার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে চাই আমাদের উপজেলায়। এজন্যে আকস্মিক পরিদর্শনে যাচ্ছি বিদ্যালয়গুলোতে। এ পর্যন্ত অন্তত ৩০টি বিদ্যালয় পরিদর্শন করে শিশু শিক্ষার্থীদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি নিয়মিত উপস্থিতি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে উদ্বুদ্ধ করছি। ওয়াশ ব্লকসহ স্যানিটেশন ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করছি। খেলাধূলায় অংশগ্রহণের উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলোআপ-ভিজিটেও যাচ্ছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহমুদুজ্জামান জানান, ইতোমধ্যে উপজেলার ১০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুইটি শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চিঠি পাঠানো হয়েছে। ঐ চিঠিতে মাল্টিমিডিয়া ক্লাস এবং কাব কার্যক্রম নিয়মিত করার পাশাপাশি ল্যাংগুয়েজ ক্লাব এবং ডিবেট ক্লাব তৈরীর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেক বিদ্যালয়কে এসব কার্যক্রমের বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন প্রতি মাসের তিন তারিখের মধ্যে প্রেরণ করতে বলা হয়েছে।
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. মোঃ নাসিম জানান, বিদ্যালয়সমূহের জংলী ক্লাস্টারে সংশ্লিষ্ট বিদ্যালয় প্রধানদের সভায় এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে করনীয় সম্পর্কে আলোচনা করা হয়েছে।
সভায় উপস্থিত চন্দকোলা হরিকালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানা বলেন, এ বিষয়ে আমরা কাজ শুরু করেছি।
সম্প্রতি নেপালদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। এ বিদ্যালয়ের মুজিব কর্ণার, শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ব্যবহার দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আনন্দ গল্পে মেতে ওঠেন তিনি। প্রাক প্রাথমিকের শিক্ষার্থী নাফিসা আনজুম জানায়, ম্যাডাম আমাদের সাথে গল্প করেছেন, আমাদের আদর করেছেন। এমন করে আগে কখনো কেউ গল্প করতে আসেনি। পঞ্চম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী সানজিদা মিথিলা জানায়, ম্যাডাম আমাদের বাংলা সমার্থক শব্দের প্রশ্ন করেছেন, আমরা বলতে পেরেছি। এমন করে আমাদের খোঁজ-খবর রাখলে আমরা আনন্দিত হবো, পড়াশোনায় উৎসাহ বাড়বে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফয়জুল বারি চৌধুরী বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা শিক্ষা অফিসের প্রেরিত চিঠির আলোকে বিদ্যালয়গুলো মাল্টিমিডিয়া ক্লাস ও কাব কার্যক্রম জোরদার এবং ডিবেট ও ল্যাংগুয়েজ ক্লাব গঠন করে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে পারলে ইতিবাচক ফল পাওয়া যাবে। মাল্টিমিডিয়া ক্লাস এবং কাব কার্যক্রমের প্রশিক্ষিত শিক্ষক আমাদের তো রয়েছেই।
দুর্নীতি প্রতিরোধ নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকা এবং এগিয়ে যেতে দক্ষতার কোন বিকল্প নেই। প্রশাসনিক এই উদ্যোগ শিশু শিক্ষার্থীদের শুরুতেই দক্ষতা অর্জনে আগ্রহী করে তুলবে।
উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, মাল্টিমিডিয়া ক্লাস শিক্ষার্থীদের প্রযুক্তির সাথে মেলবন্ধন তৈরী করবে, কাব কার্যক্রম তাদেরকে সুনাগরিক হতে অনুপ্রাণিত করবে, বিতর্ক প্রতিযোগিতা সাবলিল উপস্থাপনার চর্চাকে উৎসাহিত করবে আর ল্যংগুয়েজ ক্লাব ইংরেজির জড়তা দূর করবে। আমরা চাই শিশুদের পড়াশোনা হোক বৈচিত্র ও আনন্দময়। এ উদ্যোগ সফল করতে নিয়মিত পরিদর্শন অব্যাহত থাকবে, প্রয়োজনে প্রশাসনিক সহযোগিতা প্রদান করা হবে। বিদ্যালয়গুলোতে এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে আমাদের আগামীর প্রজন্ম সুনাগরিক তথা স্মার্ট সিটিজেন হয়ে গড়ে উঠবে বলে আমার বিশ্বাস। (বাসস)