নাটোরে ও রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে ফাড়ির ভারপ্রাপ্ত উপ পরিদর্শক মোজাম্মেল হক জানান, দুপুরে শহরের হরিশপুর বাইপাস এলাকায় আব্দুল হান্নান (৩২) নামে এক ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত তিনি।
পরে হাইওয়ে পুলিশ বাসটিকে জব্দ করে এবং নিহতের লাশ হাসপাতাল মর্গে পাঠায়।
অন্যদিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লস্করহাটি এলাকায় বুধবার ভোরে ট্রাকের ধাক্কায় মনিরুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, গরু নিয়ে যাওয়ার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মনিরুলকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের গাছে আটকে যায়। এতে ঘটনাস্থলেই মনিরুলের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
ওসি জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন।
নিহতের পরিবার মামলা করতে না চাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
আজকের বাজার/লুৎফর রহমান