জেলার গুরুদাসপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় এক কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব। অভিযুক্ত দু’জনকে আজ মঙ্গলবার সকাল ১০টায় গুরুদাসপুর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।
আটকরা -নাটোরের গুরুদাসপুর উপজেলার উত্তরপাড়া মাহমুদপুর গ্রামের বুদ্দু মন্ডলের ছেলে ডালু মন্ডল (২৮) এবং সিংড়া উপজেলার সোনাপুর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে মোঃ রিপন (৩০)।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন জানান, গতকাল সোমবার রাত ১০টায় উপজেলার মাহমুদপুরে অভিযান পরিচালনা করে মোটর সাইকেল আরোহী দুই যুবককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তাদের কাছ থেকে প্রায় এক কেজি গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ সাড়ে দশ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক বিক্রির সাথে জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করে। জব্দকৃত আলামতসহ অভিযুক্তদের আজ মঙ্গলবার সকালে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গুরুদাসপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ ব্যাপারে আজ মঙ্গলবার গুরুদাসপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।