নাটোরের সিংড়ায় মেহেরুন খাতুন (১৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে চামারী ইউনিয়নের সোনাপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, গত ৪ মাস আগে নাটোরের আহমদপুরে মিলন নামের এক ছেলের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় মেহেরুনের। রোববার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসে সে।
বুধবার সকালে বাড়িতে কেউ না থাকায় ঘরের ভেতরে নিজের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজনের চিৎকারে এলাকাবাসী তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।তার আত্বহত্যার কারণ কেউ বলতে পারেনি।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট এলে আত্বহত্যার কারণ জানা যাবে বলে জানান তিনি।
আজকের বাজার/এমএইচ