নাটোরে গোয়ালঘরে আগুন, পুড়ে মরল ২টি গরু

নাটোরের বাগাতিপাড়ায় গোয়ালঘরে আগুন লেগে পুড়ে মারা গেছে দুটি গরু। এছাড়া আগুনে পুড়ে ঝলসে গেছে আরও একটি গরু। এলাকাবাসী জানায়, শনিবার রাতে বাগাতিপাড়া উপজেলার খন্দকার মালঞ্চি এলাকার দিনমজুর রমজান আলী তার গোয়াল ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করে। এসময় প্রতিবেশীরা ছুটে এসে সম্মিলিতভাবে আগুন নেভালেও পুড়ে মারা যায় ২টি গরু। এছাড়া আগুনে পুড়ে ঝলসে যাওয়া অপর একটি গরুকে উদ্ধার করে এলাকাবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাগাতিপাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি। ঋণের টাকায় কেনা গরু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান