নাটোরে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ

জেলার সদর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের পঞ্চাশজন গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় জেলা পরিষদ বোর্ডরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সাইকেলের চাবি হস্তান্তর করেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি প্রমুখ। শফিকুল ইসলাম শিমুল এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার গ্রাম-পুলিশদের বেতন সোয়া তিনহাজার টাকা থেকে বাড়িয়ে সাত হাজার টাকা করেছে। তথ্য:বাসস

আজকের বাজার/আখনূর রহমান