নাটোর সদর উপজেলার কাঁঠালবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামে নেশাগ্রস্ত ছেলের খুন্তির আঘাতে এক মা নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে তার মৃত্যু হয়।
নিহতের নাম জহুরা বেওয়া (৫০)। তিনি গ্রামের মৃত এরশাদ আলীর স্ত্রী।
শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত ছেলে জমির উদ্দিনকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার রাত ১০টার দিকে জমির উদ্দিন নেশার জন্য মা জহুরা বেওয়ার কাছে টাকা চায়। কিন্তু জহুরা বেওয়া টাকা দিতে অস্বীকার করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত জমির উদ্দিন খুন্তি দিয়ে মা জহুরার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে এলাকাবাসী গুরুতর আহত জহুরা বেওয়াকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নাটোর থানায় একটি মামলা হয়েছে।
আজকের বাজার/একেএ