নাটোরে জব্দকৃত অবৈধ ৮০০টি কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

জেলার বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজারে আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অবৈধ ৮০০টি কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস মৎস্য বিভাগ পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন। সেনাবাহিনী অভিযানে সহযোগিতা প্রদান করে।
বড়াইগ্রাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল হালিম জানান, জব্দকৃত অবৈধ জালের দৈর্ঘ্য ৪০ হাজার মিটার। পরে ৪ লাখ টাকা মূল্যমানের এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুসারে অভিযান পরিচালনা করা হয়েছে।  (বাসস)