নাটোরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়’ প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার সকাল দশটায় নাটোরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোস্তাফিজুর রহমান আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন।

সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা প্রদানে সমাজ সেবা’র সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কর্মসূচি আওতায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সম্মানী ভাতা ও বৃত্তি প্রদান করা হচ্ছে এবং এর পরিধি ক্রমশ বাড়ছে।

উপযুক্ত ও আয়ত্বাধীন সম্পদের সর্বোত্তম ব্যবহার করে অংশীদারগণের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সুসংহত ও বিকাশমান সামাজিক সেবা প্রদানের মাধ্যমে জনগনের জীবনমানের সমন্বিত সামাজিক উন্নয়ন সাধন করাই সমাজ সেবা বিভাগের লক্ষ্য। আলোচনা সভার আগে কালেক্টরেট ভবন চত্বরে শোভাযাত্রা বের করা হয়। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান