জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বেলা ১১টায় চলতি মাসের জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শামীম আহমেদ সভা প্রধানের দায়িত্ব পালন করেন। সভায় কৃষি জমিতে পুকুর খনন প্রতিরোধ, রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, ভোজ্য তেলসহ নিত্য ব্যবহার্য পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ইত্যাদি বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর-১ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল, নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার , পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ আখতার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোহসিন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমূখ। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান