করোনা সংক্রমণ পরিস্থিতির উর্ধ্বমুখী প্রবণতা রোধ করার লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টিতে জেলা পুলিশ ৭০ হাজার মাস্ক বিতরণ করছে। আজ রোববার বেলা ১১টায় শহরের স্বাধীনতা চত্বরে মাস্ক বিতরণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ এবং সভা প্রধানের দায়িত্ব পালন করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার শরীফ উদ্দিন, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।
পুলিশ সুপার লিটন কুমার সাহা বাসস’কে বলেন, কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করার কারণে সম্প্রতি করোনা সংক্রমণ পরিস্থিতির উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। পাবলিক প্লেসে বাধ্যতামূলকভাবে এবং সঠিক নিয়মে মাস্ক পরিধাণে জনসাধারণের চেতনাকে শাণিত করতে জেলা পুলিশ এ কর্মসূচি গ্রহণ করেছে। জেলার সাতটি থানা এলাকাতে যুগপৎভাবে জনসচেতনতা সৃষ্টিতে এ মাস্ক বিতরণের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।