নাটোরে টিসিবি’র পেঁয়াজ বিপণন কার্যক্রম শুরু

আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ন্যায্যমূল্যে টিসিবি’র পেঁয়াজ বিপণন কার্যক্রম শুরু হয়েছে। বেলা একটার দিকে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বিপণন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, খোলা বাজারে পেঁয়াজের উর্ধ্বগতি রোধ করতে টিসিবি’র এ বিপণন কার্যক্রম ইতিবাচক ভূমিকা পালন করবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এবং তাদের দুূর্ভোগ লাঘবে বর্তমান সরকার সবসময় তাদের পাশে আছে।

উদ্বোধনকালে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম, নাটোর সদরের উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গির আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক ক্রেতা লম্বা লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ ক্রয় করেন।

টিসিবি’র ডিলার বিপ্লব কুমার সাহা জানান, আজ বিক্রয়ের জন্যে দুই টন পেঁয়াজ বরাদ্দ দিয়েছে টিসিবি। খোলা বাজারে দাম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত পেঁয়াজ বিপণন কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতি কেজি পেঁয়াজের বিক্রয় মূল্য ৪৫ টাকা। খবর:বাসস

আজকের বাজার/আখনূর রহমান